-Advertisement-

শঙ্খ কাঁসর ঘণ্টাধ্বনিতে একসুরে মাতল দেশ।

দেশের খবর
শৈশবের অভিনন্দন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

গতকাল অর্থাৎ রবিবার বিকেল পাঁচটায় আসমুদ্রহিমাচল মুখরিত হল করতালি, শঙ্খ, কাঁসর ও ঘণ্টাধ্বনিতে। আপামর ভারতবাসী কৃতজ্ঞতা জানাল চিকিৎসক, নার্স, পুলিশ ও জরুরী পরিষেবায় নিযুক্ত মানুষদের।

স্বনামধন্য ফুটবলার ভাইচুং ভুটিয়া থেকে শুরু করে ক্রিকেটার শচীন তেন্ডুলকর নিজের বারান্দায় দাঁড়িয়ে দেশবাসীকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। অমিতাভ বচ্চন তার পরিবারশুদ্ধ বাড়ির ছাদে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াই করা মানুষদের। টেবিল টেনিস তারকা পৌলমি ঘটক বাজিয়েছেন শাঁখ, অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীলকুমার নিজের পরিবারের সাথে হাততালি দেওয়ার ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল সাইট এ। প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরি রবিবার বিকেলে তাঁর স্বামী পুত্র কন্যাসহ বারান্দায় থালা বাজিয়ে ও মোবাইল ফোনে আলো জ্বেলে অভিনন্দন জানান।

-Advertisement-

এইভাবে সকল বিখ্যাত থেকে সাধারন মানুষ, শিশু থেকে বয়স্ক সবাই নিজের মত করে তাদের আন্তরিক শ্রদ্ধা ও কুর্নিশ জানিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা যোদ্ধাদের।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-