
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
দেশের এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ক্রিকেটার যুবরাজ সিং ও মহম্মদ কাইফের পার্টনারশিপ এর কৌশল অনুসরণ করতে বলেছেন।
তাঁর মতে, নভেল করোনা ভাইরাসের চ্যালেঞ্জের জবাব দিতে ভারত সরকার সবরকমভাবে প্রস্তুত। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ এবং যুবরাজ সিং সমগ্র দেশবাসীকে আহ্বান জানিয়েছেন সরকারের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞাগুলি মানার এবং ‘ করোনা চেইন’ কে ভাঙ্গার।
এই দুই ক্রিকেটার ক্রিকেট মাঠে সুপরিচিত তাদের পার্টনারশিপের জন্য। বিশেষত ২০০২ সালে ভারত ও ইংল্যান্ডের মধ্যে নাটওয়েস্ট সিরিজের একটি ম্যচে এরা ভারতকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী, এই বিষয়টি তুলে ধরে ভারতীয়দের করোনাভাইরাসের বিরুদ্ধে একই ধরনের অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,” এখানে দু’জন দুর্দান্ত ক্রিকেটার আছেন যাদের অংশীদারিত্ব আমরা চিরকালের জন্য মনে রাখব। এখন, তারা যেমন বলেছে, তা হল দেশের জন্য অন্য অর্থে অংশীদার হওয়ার সময় এসেছে। এবার, পুরো ভারত করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদার হবে।“