
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
রবিবার মধ্যরাত থেকে সমস্ত ট্রেন বন্ধের জেরে হাজার হাজার মানুষ আটকে পড়েছে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে। সারারাত অপেক্ষার পর ট্রেনের আশা ছেড়ে তারা ভিড় জমায় ধর্মতলা চত্বরে, কিন্তু সেখানেও সকাল থেকেই বাসের ঘাটতি।
আজ বিকেল চারটের থেকেই গোটা পশ্চিমবঙ্গের লক ডাউনের ধাক্কায় বাসের টিকেট পাওয়া প্রায় লটারি পাওয়ার সামিল। যারা টিকেট পাচ্ছে তাদের মুখে জয়ের হাসি, বাকিদের দুশ্চিন্তা গ্রাস করছে আদৌ তারা ঘরে ফিরতে পারবে তো?
দুধের শিশু থেকে অনেক বয়স্ক মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে একটা টিকিটের আশায়। বারবার কর্তব্যরত পুলিসের কাছে গিয়ে জানতে চাইছে কিছু ব্যবস্থা করা যাবে নাকি ফেরার। কিন্তু কোন আশার বানী কেউই শোনাতে পারে নি তাদের। খোলা ছাদের নিচে রাত কাটানো ছাড়া আর কোন উপায় নেই অসহায় মানুষদের। শেষ আশা যদি প্রশাসন কোন সুরাহা করতে পারে ঘরে ফেরার।