
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
নাইজেরিয়ার প্রাক্তন উপ রাষ্ট্রপতি আতিকু আবুবকরের পুত্রর দেহে সম্প্রতি করোনা ভাইরাস পরীক্ষার পজিটিভ ফল মিলেছে।
গত রবিবার অর্থাৎ ২২ শে মার্চ তিনি টুইট করে এই খবর জানিয়েছেন। আতিকু আরও বলেছেন যে নাইজেরিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে (এনসিডিসি) এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে এই সঙ্কট মোকাবিলায়।
পুত্রের নাম প্রকাশে অনিচ্ছুক আতিকু বর্তমান নাইজেরিয়ান সরকারের কাছে আবেদন রেখেছেন তারা যেন যুদ্ধকালীন তৎপরতায় এই মারণ ভাইরাস নিঃশেষ করে দেশবাসীকে চিন্তা ও রোগমুক্তির পথে এগিয়ে নিয়ে যায়।