-Advertisement-

সংকটময় মুহূর্তে বেফাঁস মন্তব্য অপর্ণা সেনের

পশ্চিমবঙ্গ
অপর্ণা সেনের টুইট

নেটিজেনদের সমালোচনা

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

এই রকম অশান্ত মুহূর্তেও ‘রাজনীতি’ করতে ভুলে যান না কিছু তথাকথিত ‘বিদ্দ্বজন’। সেইরকমই একজন হলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন।

রবিবার  জনতা কার্ফুর দিনে বিকেল ৫ টায় জরুরী পরিষেবার অন্তর্গত মানুষদের উদ্দেশ্যে করতালি দেওয়া নিয়ে তিনি টুইটে প্রধানমন্ত্রীকে বলেন,” “আপনার একটা ভাষণে যদি দেশের হাজার হাজার মানুষ হাততালি দিতে প্রস্তুত হয়ে যায়, তাহলে যখন উত্তর-পূর্ব দিল্লি জ্বলছিল তখন নীরব ছিলেন কেন?”

-Advertisement-

এই মন্তব্য ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। যখন প্রত্যেকের একে অপরের পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা করা উচিত সেখানে দেশের প্রধানমন্ত্রীর সমালোচনায় সময় নষ্ট করে তিনি কিভাবে দেশপ্রেমী হলেন তা নিয়ে সন্দেহ থেকে যায়। অনেকে তাঁর জিভ কে ‘কোয়ারেন্টাইন’ এ পাঠানোর ইচ্ছেপ্রকাশ করেন। একজন ‘পাবলিক ফিগার’ হয়ে তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য করে সস্তার বাহবা পাওয়ার চেষ্টা কিভাবে করলেন সেই প্রশ্ন উঠছে!

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-