সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসের আক্রমনের মুখে পড়ে আচমকা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় মিড ডে মিল বিতরণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। এর জেরে সরকারী নির্দেশ না মানায় যাদবপুর বিদ্যাপীঠ ও কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠের দুই প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য ও কাজী মাসুম আখতারকে সোমবার বদলি করল মধ্যশিক্ষা পর্ষদ।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সব স্কুলকে, অভিভাবকদের হাতে মিড ডে মিলের চাল ও আলু পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এই স্কুলগুলিতে অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে ভিড় করে বিশৃঙ্খলার সৃষ্টি করে। বেশির ভাগই বিনা মাস্কে গিয়ে উপস্থিত হয়। এই খবর ছড়িয়ে পরলে প্রচুর গোলযোগের সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী তৎক্ষণাৎ বদলি করেন এই দুই প্রধান শিক্ষককে ও শিক্ষা অধিকরণের এক কর্তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়।
তবে অনেকেই বলছেন শুধু শিক্ষকদের দোষ দেখলেই হবে না, প্রশাসনের তরফেও অনেক গাফিলতি রয়েছে। সেগুলোতেও দৃষ্টিগোচর করা উচিত। গোটা ঘটনায় ক্ষুব্ধ শিক্ষামহল।