গতকাল বিকেল ৫ টা থেকে রাজ্যে জারী করা হয়েছে কার্ফু। কিন্তু কিছু মানুষ অজ্ঞতাবশত এখনও নিয়ম ভেঙ্গে রাস্তায় ও পাড়ায় জমায়েত হয়েই চলেছে। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় রীতিমতো লাঠি চার্জ করতে হয় পুলিশকে জমায়েত ভাঙ্গার জন্য। এখনও অব্দি গ্রেফতার হয়েছে প্রায় ২৬০ জন।
এই অসহনীয় পরিস্থিতিতে রাজ্যগুলিতে কার্ফু জারী করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। আজ লক ডাউনের ওপর আলোচনার জন্য সব জেলাশাসকদের সঙ্গে জরুরী ভিত্তিতে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেছেন মুখ্য সচিব। নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকবে পুলিশ কমিশনার ও এসপিরা। এর মাধ্যমেই তারা আগামী সময়ে হয়তো কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যে কার্ফু জারীর।