সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আজ রাত ৮ টার সরাসরি সম্প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বার্তা দিলেন আগামী ১৪ ই এপ্রিল পর্যন্ত গোটা দেশে লকডাউন জারী থাকবে। সংক্রমণ রুখতে এই ব্যবস্থা করা ছাড়া উপায় নেই জানিয়ে তিনি করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ১৫,০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।
আজ রাত ১২ টা থেকে শুরু করে ৩ সপ্তাহব্যপী সারা ভারত লক-ডাউন থাকবে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন,” আপনাদের ভুলের জন্য খেসারত দিতে হবে গোটা সমাজকে, এইভাবে ভুল করলে ভারতকে অনেক বড় মুল্য চোকাতে হবে।“
রাস্তায় জমায়েত দেখলেই ফোন করুন এই নম্বরেঃ পশ্চিমবঙ্গ পুলিশ
০৩৩ – ২২১৮-৫৪১২
০৩৩ – ২২১৪-৫৪১৩
০৩৩ – ২২৫৪-৩০৪৯