সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বিশ্বব্যাপী মহামারী ঘোষিত হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে। এর প্রভাব অলিম্পিকের ওপরও পড়েছে। অর্থনীতিবিদরা অনুমান করছেন অলিম্পিক বাতিলের প্রভাবে জাপানের অর্থনীতি এক বিরাট ঝুঁকির সম্মুখীন হতে চলেছে।
২০১৯ এর শেষে, আয়োজকরা গেমসের মোট ব্যয় প্রায় ১.৩৫ ট্রিলিয়ন ইয়েন (১২.৬ বিলিয়ন ডলার) অনুমান করে। যার কিছুটা জাপানি আয়োজক কমিটি ও কিছুটা কেন্দ্রীয় সরকার ব্যয় করে। একটি অডিট রিপোর্টে দেখা যাচ্ছে জাপানি পর্যটনের বেশির ভাগটাই আসে এই অলিম্পিকের সময়ে। সাউথ কোরিয়া ও চিন থেকে আগত প্রচুর পর্যটক এই মহামারীর জেরে যাত্রা স্থগিত রেখেছে যার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৫৮.৩ শতাংশ কম।
গোটা বিশ্বব্যাপী যখন এর প্রভাব পড়ছে তখন জাপান কিভাবে এর মোকাবিলা করে আগামী দিনে সেটাই দেখার বিষয়।