-Advertisement-

সঙ্ঘ পরিবারও সামিল সেবাযজ্ঞে

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

বিশ্বমহামারী প্রতিরোধে সামিল হল এবার সঙ্ঘ পরিবার। সারা দেশে প্রায় ৭০,০০০ শাখা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের। নাগপুরের এক শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয় তারা বিভিন্ন রাজ্যের অধিবাসীদের কাছে মাস্ক, খাবারের প্যাকেট, সাবান বিলি করবে। প্রতিটি শাখার শীর্ষ পদাধিকারী এই নির্দেশ পেয়েছেন এবং তারা ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন।

সঙ্ঘের সঙ্গে যুক্ত আছে প্রায় ৫০০০ চিকিৎসক। এ বার তারা নিজের নিজের অঞ্চলের বয়স্ক ও অসুস্থ মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের স্বাস্থ্যের খোঁজ নেবেন এবং দরকার মনে হলে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি হাসপাতালে পাঠানোর দায়িত্বও সম্পন্ন করবেন।

-Advertisement-

সঙ্ঘ পরিবারের তরফে একটি গনসচেতনতা বৃদ্ধির প্রকল্পও নেওয়া হয়েছে যাতে বড় ভুমিকা নিতে পারে সঙ্ঘের প্রথম সারির প্রায় ১৪০০ পদাধিকারী। এরা সবাই অখিল ভারতীয় প্রতিনিধি সভার সদস্য।

-Advertisement-

কেন্দ্রীয় সরকারের করোনা প্রতিরোধক প্রকল্পগুলির পাশাপাশি সঙ্ঘের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে এই মহামারী রুখতে কাজে লাগবে বলে আশা করা যায়।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-