-Advertisement-

কোয়ারান্টিনের প্রয়োজনে খুলতে রাজি ইডেনঃ সৌরভ গাঙ্গুলি

কলকাতা খেলাধুলা
টুইটে সৌরভ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি গতকাল টুইটে বলেন,” কোনদিন ভাবিনি আমার প্রিয় শহরের এই অবস্থা হবে-সবাই সুরক্ষিত থাকুন, আবার সবকিছু আগের মত হয়ে যাবে।” পশ্চিমবঙ্গ সরকার যদি চায় তবে প্রয়োজনে ইডেন গার্ডেন স্টেডিয়াম খুলে দিতে রাজি কোয়ারান্টিনের জন্য, জানালেন সৌরভ।

ইতিমধ্যেই ভয়ানক কোভিড-১৯ এর প্রকোপে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ১১। এই পরিস্থিতিতে পুদুচেরি ক্রিকেট বোর্ডও তাদের ক্যাম্পাসের ডরমিটরি করোনা রোগীদের আইসোলেট থাকার কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য সরকারের কাছে আবেদন রেখেছেন।

-Advertisement-

প্রধানমন্ত্রী গতকালই ঘোষণা করেছেন ২১ দিনের লক-ডাউন। সেই পথ ধরেই গাঙ্গুলি আবেদন করেন এই কঠিন পরীক্ষার সময়ে সবাইকে বাড়িতে থাকতে, সুস্থ ও সুরক্ষিত থাকতে ঘরবন্দি থাকাই যে মুল সমাধান তা জানান তিনি।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-