
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
উত্তরবঙ্গের চা বাগানগুলির শ্রমিকদের আর্থিক অবস্থা অনেকদিন ধরেই খারাপ, এর সাথে নতুনভাবে যোগ হল করোনার প্রাদুর্ভাব। জিটিএ প্রধান অনিত থাপা ও জিএনএলএফ যৌথভাবে আহ্বান জানিয়েছিল চা বাগান বন্ধের। বুধবার অব্দি এর প্রভাব সামান্য থাকলেও বিকেল থেকে প্রায় কর্মীশূন্য হয়ে যায় চা বাগানগুলি।
থাপা একটি বিবৃতিতে বলেন,” এই দুঃসময়ে মালিকদের উচিত শ্রমিকদের দায়িত্ব নেওয়া, নতুনভাবে বৃক্ষরোপণ বন্ধ করা হোক এবং এই আবেদনকে চূড়ান্ত বলে ধরে নেওয়া হোক।” তিনি আশ্বাস দেন যে জিটিএও শ্রমিকদের সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে।
পাহাড়ে প্রায় ৮৭ টি এস্টেট দার্জিলিং চা উৎপাদন করে। এদের সাথে তরাই ও ডুয়ারসের চা সংস্থাগুলিও একযোগে ২৫ থেকে ৩১ শে মার্চ মধ্যরাত পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সরকারের সাথে আলোচনা করে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা। আপাতত খিদের ভয়ের থেকেও কোভিড-১৯ এর মৃত্যুভয় তাড়া করে বেড়াচ্ছে চা শ্রমিকদের।