সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের সকল শিক্ষকবৃন্দকে অনুরোধ করেছেন এই আপতকালীন সময়ে এগিয়ে এসে ‘মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল’এ সাহায্য করতে। তিনি একটি ভিডিও বার্তায় রাজ্যের শিক্ষক, শিক্ষিকা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছে আবেদন রেখেছেন অগ্রণী ভুমিকা নিতে।
দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা রাজ্যে ১১ জন। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সাংবাদিক বৈঠক করে রাজ্যের সমস্ত শিল্পপতিদের কাছে আর্থিক অনুদানের আবেদন রেখেছেন। এদিকে শিক্ষামন্ত্রীর আবেদনে সবমহল থেকেই সারা মিলেছে। প্রায় সবাই স্বাগত জানিয়েছেন এবং শিক্ষা সংগঠনগুলি একদিনের বেতন দেওয়া যায় কিনা এ বিষয়ে ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছে।