
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বিশ্বের দরবারে আরও একবার নিজের দক্ষতার প্রমান দিল ভারত। করোনাকে বিশ্ব মহামারী ঘোষণার পর থেকেই হু হু করে বাড়ছিল টেস্ট কিটের প্রয়োজনীয়তা। রোগীর তুলনায় কিটের ঘাটতি ভাবিয়ে তুলেছিল বিজ্ঞানী ও গবেষকদের কিভাবে রোগ নির্ধারণ করা যাবে তা নিয়ে। এইজন্য পুনের একটি কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল বানিজ্যিক উৎপাদনের। এটি দেশের প্রথম কোম্পানি যে অনুমতি পায় Central Drug Standards Control Organization এর।
এই কোম্পানি নির্মিত ‘ মায় ল্যাব প্যাথোডিটেকড কোভিড-১৯ কোয়ালিটিটিভ পিসিআর কিটে’ প্রায় ১০০০ মানুষের করোনা টেস্ট করা সম্ভব এবং প্রতিদিন এখানে প্রায় ১০০ জনের নমুনা পরীক্ষা হয়।
কোম্পানি দাবি করে বিদেশী কিটের তুলনায় এক-তৃতীয়াংশ কম দামে এই কিটটি পাওয়া যাবে। উপরন্তু যে পরীক্ষা চার ঘণ্টায় হত তা এখন আড়াই ঘণ্টায় করা সম্ভব। এই টেস্ট কিটের মুল্য মাত্র ১২০০ টাকা।