-Advertisement-

আতঙ্কের মধ্যেও শিশুদের আনন্দের ব্যবস্থা করলো UK ও US

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

সারা বিশ্ব যখন করোনা-আতঙ্কে কম্পমান তখন শিশুরাই বা কিভাবে আনন্দে থাকবে? বাবা মা এবং চারপাশের লোকজনের মধ্যে ভয় দেখে তারাও আস্তে আস্তে স্বাভাবিক ছন্দ হারাচ্ছে। তাই তাদের খুশি রাখতে এক অভাবনীয় ব্যবস্থা করলো UK এবং US এর কিছু দেশ।

গোটা বিশ্বজুড়ে তাঁরা একটি টেডি বিয়ার প্রদর্শন করার পন্থা চালু করলো। প্রত্যেক বাড়ির জানলা বা বারান্দায় এক বা একাধিক টেডি বিয়ার রাখতে তাঁরা অনুরোধ করেছে বাড়ির মালিককে। বাচ্চারা যখন বাবামায়ের সঙ্গে আশাপাশে বেরোবে তখন এই খেলনাগুলি দেখে যেন তাদের আতঙ্ক দূর হয়, সুস্থ জীবনে ফিরে আসে। আপাতত টেডিগুলি ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে স্পট করা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্নও ওয়েলিংটনে তাঁর পরিবারের বাড়ির জানালায় দুটি টেডি রেখে, যোগ দিয়েছেন। (সুত্রঃবিবিসি)

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-