সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সোমবার গভীর রাতে একজন ৪৮ বছর বয়সী করোনা আক্রান্ত মহিলার মৃত্যু ঘটে। এই নিয়ে একই জেলায় ২৪ ঘণ্টারও কম ব্যবধানে দুটি মৃত্যু ঘটলো। হাওড়া জেলার স্বাস্থ্য বিষয়ক চিফ মেডিকেল অফিসার (সিএমওএইচ) নিশিথকুমার মণ্ডল বলেছেন,” এর আগে জেলার একটি বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি একজন ৫৭ বছর বয়সী ব্যক্তিও মারা যান। তিনি করোনা পজিটিভ ছিলেন। ” তিনি অবশ্য ওই ব্যক্তি মৃত্যুর আগে কোথায় কোথায় গেছিলেন তাঁর বিশদ ব্যখ্যা দেননি।
সোমবার ভোরের দিকে, রাজ্য পরিচালিত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাইরাল সংক্রমণের ফলে ৪৪ বছর বয়সী এক মহিলা মারা গেছেন। ২৩ শে মার্চ রাজ্যের প্রথম মৃত একজন ৫৭ বছরের দমদমের বাসিন্দা প্রৌঢ়। মৃত ব্যক্তি সাম্প্রতিক সময়ে বিদেশে ভ্রমণ করেছে কিনা সে সম্পর্কে সরকারের সুস্পষ্ট প্রমাণ বা যোগাযোগ নেই। রাজ্যের স্বাস্থ্য অধিদফতরের এক অফিসারের বয়ান অনুসারে রাজ্যে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৭। এখনও অবধি প্রায় ৫৪৩ জনকে ভাইরাল সংক্রমণের জন্য পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ হওয়ার পরেও তিনজন রোগী পুরোপুরি সুস্থ হয়েছেন।