সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
সুপরিচিত আন্টিসেপ্টিক ক্রিম বোরোলিনের নির্মাতা জিডি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড এবার এগিয়ে এলো করোনা মোকাবিলায়। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ৫০ লক্ষ এবং প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে ৫৫ লক্ষ করে মোট এক কোটিরও বেশি টাকা তাঁরা সাহায্য করেন এই দুঃসময়ে।
মঙ্গলবার এই সংস্থার এমডি দেবাশিস দত্ত জানান,” বর্তমান সংকটজনক পরিস্থিতিতে আমাদের পক্ষে দুঃস্থদের জন্য ত্রাণসামগ্রী বাইরে বেরিয়ে জোগাড় করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা রাজ্য ও দেশের রিলিফ ফান্ডগুলির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর প্রাথমিক চেষ্টা করেছি।
এর বাইরেও প্যাটন ট্যাংক নির্মাতা কোম্পানির এমডি সঞ্জয় বুধিয়া তাঁদের কোম্পানির তরফ থেকে ২৫ লাখ সাহায্য করেন ও ক্রেডাই বেঙ্গল কোম্পানির প্রেসিডেন্ট নান্দু বেলানি কোম্পানির তরফে ২ কোটি টাকা ত্রান বিতরনের কথা দেন।