-Advertisement-

লকডাউন এর প্রভাবে ভারতে নারী নির্যাতন ঘটনা বেশি –

আন্তর্জাতিক খবর

সূত্রের খবর : ভারতের মাটিতে যখন করোনাভাইরাস ঠেকাতে মানুষ যখন গৃহবন্দী হয়ে পড়ছে ততই নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। ভারতের মাটিতে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জাতীয় মহিলা কমিশনার জানিয়েছেন। গত 23 শে মার্চ থেকে 30 শে মার্চ পর্যন্ত 58 পরিবার অভিযোগ জমা দিয়েছেন। সারা ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পাঞ্জাব থেকে বেশিরভাগ অভিযোগ পাওয়া গেছে বলে পিটিআইকে জানান সংস্থাটির চেয়ারপারসন রেখা শর্মা। সূত্রের খবর, রেখা শর্মা বলেন অভিযোগটা বেড়েই চলেছে। বাড়িতে বসে হতাশায় ভুগছেন পুরুষরা। মহিলাদের উপর যাবতীয় হতাশার উগরে দিচ্ছেন তারা। জাতীয় মহিলা কমিশনের থেকে প্রাপ্ত অনুযায়ী মার্চ মাসে 291 টি পরিবার থেকে অভিযোগ এসেছে তাদের কাছে। সূত্রের খবর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গিয়ে নির্যাতনের হার 30 শতাংশ বেড়ে গিয়েছে। রাজধানী প্যারিসের ঘটনা তারও বেশি। বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমীক্ষা মতে, লকডাউন থাকায় আমেরিকা ও চীনের বাড়ির মেয়েদের উপর অত্যাচার অনেক বৃদ্ধি পাচ্ছে। হতাশায় ভুগছেন বাবা মা।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-