সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি যেখানে করোনা ভাইরাস নিয়ে প্রশাসন ও সরকার সকল মানুষকে ঘরবন্দি থাকতে বলছে, সেই সুযোগে বেহালার কিছু এলাকায় মাদক ব্যবসায়ীরা নেশার দ্রব্য বিক্রি করে যুবসমাজকে বিপথগামী করার দিকে এগিয়ে নিয়ে চলেছে।
সূত্রের খবর স্থানীয় কিছু বাসিন্দা অতিষ্ঠ হয়ে লালবাজারে ফোন করলে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। এর কিছুক্ষণ বাদে এলাকাতে লোকাল থানার কয়েকজন পুলিশকে টহল দিতে দেখা যায়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবার জাঁকিয়ে বসা শুরু হয়। দেদার বিক্রি হতে থাকে মাদকদ্রব্য। এলাকার বাসিন্দারা এরপর ক্ষোভে ফেটে পড়ে এবং এর পেছনে পুলিশের প্রচ্ছন্ন মদতের অভিযোগ তোলে। এই আপতকালীন অবস্থায় এইভাবে নেশার দ্রব্য বিকানো এবং প্রশাসনের উদাসীনতা কি আরও পরিস্থিতি খারাপ করবে না? এই প্রশ্ন রয়েই গেল।