-Advertisement-

এক নজরে দেখে নিন করোনা-আক্রান্ত শহরের সাম্প্রতিক খবর

কলকাতা

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

করোনাভাইরাসের প্রভাবে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তার মধ্যে লকডাউনের শহরের হালহকিকত দেখে নেওয়া যাকঃ-

  • গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে কোলকাতা পুলিশ আয়োজিত একটি রক্তদান শিবিরে যোগ দেন। সেখানে ছিলেন কোলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।
  • মুখ্যমন্ত্রী একটি চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ২৫,০০০ কোটি টাকার করোনা ত্রান প্যাকেজের আবেদন করেছেন।
  • করোনার প্রভাবে পাতিলেবুর দাম দ্বিগুন হয়ে গেছে কমলালেবুর থেকে। পশ্চিমবঙ্গের অধিকাংশ পাতিলেবুর যোগান দেয় তামিলনাড়ু। আন্তঃরাজ্য লকডাউনের জেরে মালবাহী ট্রাক আটকে পড়ায় এই দুরবস্থা।
  • যোগান প্রায় ফুরিয়ে যাওয়ায় মুদির দোকানগুলিতে মালের অভাবে ক্রেতাদের লম্বা লাইন চোখে পড়ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশিত সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আগের মতই দোকান খুলছে মালিকরা।
  • মুরগীর মাংসের দাম ১৩০/-কেজি হয়েছে। দুদিন আগেই বেড়ে প্রায় ২২০-২৫০ হয়েছিল। খাসির মাংসের দামও কমেছে, কিলো প্রতি এখন দাম ৬৬০-৬৮০।
  • গত সোমবার থেকেই বেকারি সঙ্কট শুরু হওয়ায় পাউরুটির প্রায় শূন্য হতে চলেছে বাজারে। প্রতিদিনের প্রাতঃরাশে পাউরুটি না থাকায় বিকল্প হিসেবে হাতে গড়া রুটি, পোহা, করনফ্লেক্স এ কাজ চালাতে হচ্ছে।
  • মিষ্টির দোকানের মালিকরা মুখ্যমন্ত্রীর কাছে দুপুর ১২ থেকে বিকেল ৪ টের পরিবর্তে সকাল ৮ টা থেকে দুপুর ১ টা অব্দি দোকান খোলা রাখার আবেদন জানিয়েছেন।
  • মুখ্যমন্ত্রীর নির্দেশে লোকাল কেবল অপারেটর ও সিইএসসি বিল প্রদানের সময় বাড়িয়ে দিয়েছে।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-