সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
দেশবাসীর আশঙ্কাকে সত্যি করে করোনা সংক্রমণের তৃতীয় ধাপে পৌঁছে গেল দেশ। এর জন্য দায়ী থাকল নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ। গতকাল একলাফে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮৩৪ এ। একদিনে বৃদ্ধি হয়েছে ৪৮৭ জন যা এর আগে কখনও হয়নি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠকে বলেন,” গত ২৮ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেটাই বেড়েছে, এর কারন হল তবলিখ-ই-জামাতের আক্রান্ত সদস্যদের দেশের নানা প্রান্তে ছড়িয়ে যাওয়া।” তাঁর এই ধারনা যে একেবারেই ভ্রান্ত নয় তার প্রমান হল তামিলনাড়ুতে গতকাল নতুন করোনা আক্রান্ত ১৯০ জন, তেলেঙ্গানায় ৬ জন, অসমে ৮ জন এবং এরা প্রত্যেকেই ওই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন।
রেল অথরিটি ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া যাত্রীদের লিস্ট খুঁজতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। ১৩ থেকে ১৯ শে মার্চের মধ্যের ওই নির্দিষ্ট ট্রেনগুলোর প্রতিটিতে প্রায় ১০০০ থেকে ১২০০ যাত্রী ছিল। এই সুত্র ধরেই রাজ্য ও রেলদপ্তর খড়ের গাদায় সূচ খুঁজে চলেছে। কেন্দ্রের হিসেব অনুযায়ী দেশে এখনও অব্দি করোনায় মৃতের সংখ্যা ৪১।