-Advertisement-

গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৯ লক্ষের বেশী

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

বিশ্বের তাবড় তাবড় প্রথম সারির দেশগুলো করোনার থাবায় দিশাহীন। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে মৃত্যুর হার ৩১% বৃদ্ধি পেয়েছে। এখনও অব্দি মৃতের সংখ্যা ২,৩৫২ যা প্রায় ইতালি ও স্পেনের মত আক্রান্ত দেশের সমান হতে চলেছে। গত বুধবার পুরো বিশ্বে মৃতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে।

স্পেনেও নতুন করে ৮৬৪ জনের মৃত্যুর খবর মেলে। তবে এ অবস্থাতেও প্রশাসন দাবি করেছে দেশ এখন ‘স্থিতাবস্থার’ পর্যায়ে। ইতালি সরকারও বলেন তাঁদের দেশে মৃত্যুমিছিল কিছুটা কম। গতকাল ৭২৭ জনের প্রান যায় সেখানে। করোনার গ্রাসে প্রায় ১৩ হাজার দেশবাসীকে হারাল ইতালি। ইরানে করোনার গ্রাসে নতুন করে আক্রান্ত ২,৯৮৭। রাশিয়ায় চাপে পড়ে জরুরী অবস্থা জারী করছে পুতিন।

-Advertisement-

বুধবার পর্যন্ত আমেরিকায় প্রাণ গেছে ৪,৫২৮ জনের, আক্রান্তের সংখ্যা ২,০৫,৪৩৮। এদিকে প্রশান্ত মহাসাগরে আটকে আছে আমেরিকার যুদ্ধবিমানবাহী জাহাজ। তাতে রয়েছে প্রায় পাঁচ হাজার নৌ-কর্মী এবং তাঁদের মধ্যে অনেকেই করোনা সংক্রামিত বলে আশঙ্কা করা হচ্ছে।

-Advertisement-

বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ‘হু’ কে গভীর চিন্তার মুখে ফেলেছে। যন্ত্রণার হলেও বিশ্ববাসীকে সামাজিক দুরত্ত্ব বজায় রাখতে একান্ত আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

Share this page:

1 thought on “গোটা বিশ্বে করোনা আক্রান্ত ৯ লক্ষের বেশী

  1. বর্তমানে সংখ্যাটা দশ লাখ ছুঁয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-