সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে সরকারী ও বেসরকারী গুনতিতে কিছুদিন ধরেই গরমিল পাওয়া যাচ্ছে! বুধবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখনও অব্দি রাজ্যে করোনা আক্রান্ত ৩৭ ও মৃত ৩ জন। কিন্তু বেসরকারী সুত্রে জানা যাচ্ছে এইদিন রাত পর্যন্ত মোট করোনা পজিটিভের সংখ্যা ৫০ ও মারা গেছেন ৭ জন।
নবান্নের একটি সাংবাদিক সম্মেলনে অবশ্য মুখ্যমন্ত্রী এইদিন স্পষ্ট করে বলেন বুধবার সকালে যে ব্যাক্তি মারা যান এবং মঙ্গলবার রাতে যে দুজন মারা যান তাঁদের মৃত্যুর কারন করোনা নয়। নিউমনিয়া ও কিডনির অসুখে তাঁরা মারা গেছেন। এর মধ্যেও যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তার জন্যও তিনি চিকিৎসকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া কোলকাতায় তিনটি ও জেলাস্তরে একটি করে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির আশ্বাস দেন।