-Advertisement-

করোনায় মৃত শবদাহে সংক্রমণ নেই

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

মারণ ভাইরাস করোনার রুগীরা তাঁদের জীবদ্দশায় একটুও স্বস্তি তো পাচ্ছেনই না, উপরন্তু মরে গিয়েও শান্তি নেই। এখনও অব্দি যে সমস্ত করোনা রুগীদের মৃত্যু হয়েছে তাঁদের শবদাহ করতে প্রশাসনকে রীতিমত নাকানি চোবানি খেতে হয়েছে। দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং প্রায় পুলিশের সঙ্গে হাতাহাতির পর্যায়ও চলে আসে।

বিশেষজ্ঞরা জোর গলায় বলেছেন, নেহাতই ভুল ধারনার বশবর্তী হয়ে সৎকারে বাধা দিচ্ছে মানুষ। এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করেছেন যাতে লেখা আছেঃ-

-Advertisement-
  • নভেল করোনাভাইরাসের সংক্রমন ছড়ায় ড্রপলেটের মাধ্যমে হাঁচি-কাশির সময়। শবদেহ থেকে যা ছড়ানোর কোন নজির নেই।
  • আক্রান্তের দেহ বহনের সময় চিকিৎসাকর্মী বা পরিজন প্রয়োজনীয় সুরক্ষাবিধি মানলে কোন আশঙ্কা নেই তাঁদের।
  • শব দাহ করার সময় তাপমাত্রা ৮০০-১০০০ সেলসিয়াসে ওঠে যাতে কোন জীবাণুর বেঁচে থাকা অসম্ভব।
  • চুল্লি/চিতা থেকে বের হওয়া ধোঁয়ার মাধ্যমে কোনভাবেই সংক্রমন ছড়ানোর প্রমান পাওয়া যায় নি।

অতএব গুজব এবং কুসংস্কারের বশবর্তী না হয়ে সবাই মিলে এই অবস্থাকে যথাযথভাবে সামলানোর এবং নিজেদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার শপথ করি আসুন।

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-