সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
আজ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা দিতে চলেছে দেশবাসীকে যার বিষয় থাকবে দেশের আপতকালিন অবস্থা। স্বাভাবিকভাবেই প্রবল কৌতুহল সৃষ্টি হয়েছে মানুষের মনে যে লকডাউন কি আরও বাড়বে নাকি কার্ফু জারী করা হবে?
কেন্দ্রীয় সুত্রের খবর বর্তমান পরিস্থিতির সার্বিক গুরুত্ব বিচার করে হয়ত প্রধানমন্ত্রী লকডাউনের নিয়মাবলি আরও কঠোর করতে চলেছেন। নির্দেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা তিনি আগেই রাজ্যগুলিকে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন। এবার হয়ত সেটারই প্রয়োগের ওপর জোর দিতে চান তিনি। আমজনতার চোখ থাকবে আজ টিভির পর্দায়।