-Advertisement-

প্রধানমন্ত্রী লাইভঃ রবিবার প্রতি ঘরে জ্বলুক প্রদীপ, নিভুক বৈদ্যুতিক আলো ৯ মিনিটের জন্য

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

আজ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা দিলেন দেশবাসীকে। এই বার্তার মাধ্যমে তিনি দেশবাসীকে ভেঙ্গে না পড়তে বলেন। নিজেদের একা না ভাবতে এবং দেশের তথা পৃথিবীর এই ভয়ানক অবস্থায় ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য আগামী রবিবার অর্থাৎ ৫ ই এপ্রিল রাত ৯ টায় মাত্র ৯ মিনিটের জন্য প্রত্যেকের ঘরের আলো নিভিয়ে ঘরের দরজা অথবা বারান্দায় দাঁড়িয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ অথবা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখতে অনুরোধ করেন।

তিনি বোঝান, এর মাধ্যমে ১৩০ কোটি ভারতবাসী নিজেকে দুর্বল ভাববে না। করোনা-চেন ভাঙ্গার বিরুদ্ধে শপথ নিতে নিজেকে আলোকিত করা খুব জরুরী। তিনি আরও বলেন কোন অবস্থাতেই কেউ যেন রাস্তায় বা পাড়ার গলিতে না নেমে আসেন। কঠোরভাবে বাড়িতে থেকেই এই প্রচেষ্টা সফল করতে হবে আমাদের। তবেই আমরা মনের অন্ধকার কাটিয়ে আলোর দিকে অগ্রসর হব। নতুন করে এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার উদ্যম পাবো।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-