-Advertisement-

১৭ লক্ষ অনুদান মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ‘করোনা ‘ মোকাবেলায় দিলো দুর্গাপুর বণিক সভা

সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেক্স : দুর্গাপুর বনিক সভার পক্ষ থেকে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হল। গত শুক্রবার দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির হাতে ১৭ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয় |কবি দত্তদুর্গাপুর বনিকসভার সভাপতি মহানাগরিকের হাতে তুলে দেন এই চেকটি | দুর্গাপুর বনিকসভার সভাপতি কবি দত্ত বলেন এই বিশ্বব্যাপী মহামারীর সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য | একইসাথে মহানাগরিক দিলীপ বাবু বলেন যে “সংক্রমণ আটকানো এই মুহূর্তে আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জের ব্যাপার। মুখ্যমন্ত্রী যেভাবে পথে নেমে সাধারন মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন তা সত্যি অতুলনীয় |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-