
আকাশ ঘোষঃ গত ৩ রা এপ্রিল থেকে ৫ ই এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে বেহালার নতুন দল ক্লাব। লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। এই করোনাভাইরাসের আক্রমনে দেশবাসী যখন বিপর্যস্ত তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত রুগীরা। বারবার তাঁদের ব্লাড ট্রান্সপ্ল্যান্টের দরকার হয়। এবার এই রুগীদের পাশে দাঁড়ালেন নতুন দলের সদস্যরা।

তাঁদেরই এক কর্মকর্তার কথায়,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় বর্তমান সঙ্কটকালীন অবস্থায় রাজ্যে যখন রক্তের যোগান খুব কম, এই পরিস্থিতিতে বিশেষ করে থ্যালাসেমিয়া রুগীরা যখন জীবন-মরণ যুদ্ধ চালাচ্ছে তখন তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস আমাদের। সমাজের প্রতি দায়বদ্ধতায় আমাদের এই প্রয়াস সফল হবে বলেই আমার বিশ্বাস।”