সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সমিতি একটি মহৎ উদ্যোগ নিয়েছে এই লকডাউন পরিস্থিতিতে। যে সব মানুষরা রাস্তায় বেরিয়ে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারছেন না তাঁদের জন্য তাঁরা বাড়ি বাড়ি গিয়ে দায়িত্ব নিয়েছেন পৌঁছে দেবার।
এই সংগঠনের প্রধান উদ্যোক্তা রবিন মন্ডল জানান, আগামী ৬ ই এপ্রিল থেকে তাঁদের কর্মকাণ্ড শুরু হবে। নিম্নবিত্ত মধ্যবিত্ত এসবের বাছবিচার না রেখে প্রতি ঘরেই তাঁরা চাল, ডাল, আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দেবেন। ইতিমধ্যেই মজুত করা হয়েছে প্রায় ১০০০ কেজি চাল, ৭০০ কেজি ডাল, ১৪০০ কেজি আলু। কোন মানুষ যাতে এই অসহনীয় পরিস্থিতিতে অভুক্ত না থাকেন তা নিশ্চিত করতেই তাঁদের এই প্রয়াস।