-Advertisement-

বিশ্বে নজির গড়ল ভারতঃ জানালো WHO বিশেষজ্ঞ

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ এর বিশেষজ্ঞ ডাক্তার ডেভিড নাবারো এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন বিশ্বের প্রথম সারির দেশগুলি সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় আজ মৃত্যুমিছিলের সম্মুখীন। এক মর্মান্তিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই দেশগুলি। সেখানে ভারত সরকার আগেভাগেই ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছে।

নাবারো বলেন, বিশ্বব্যাংক ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার সাহায্য করতে প্রস্তুত। এই বরাদ্দ দেওয়া হবে রোগ যাচাই, ল্যাবেরটরি ডায়াগনসিস, নতুন আইসোলেশন ওয়ার্ড তৈরি এবং পিপিই বন্দোবস্ত করার পরিকাঠামোর জন্য।

-Advertisement-

নাবারো আরও বলেন, অনেক দেশই চীনকে এই সঙ্কটের জন্য দায়ী করছে কিন্তু আমাদের এখন এসব না ভেবে কি করে এই সংকটমুক্ত হওয়া যায় তার উপায় খোঁজা উচিত। অতি সত্ত্বর এই মহামারীকে নিয়ন্ত্রনে আনাই এখন প্রাথমিক কর্তব্য আমাদের। তাই নিজেদের মধ্যে অযথা অশান্তির সৃষ্টি না করে করোনা নিয়ন্ত্রনের পথ খোঁজাই উচিত আমাদের।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-