
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
বলিউডি র্যাপার বাদশার গাওয়া “গেন্দা ফুল” এখন অত্যন্ত জনপ্রিয়। লোকগীতিকে র্যাপে ব্যবহার করে আধুনিক প্রজন্মর কাছে এই র্যাপার এখন এক ‘আইডল’ হয়ে উঠেছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার এই গানটি ঘিরে অবশ্য সমালোচনার ঝড় উঠেছিল। বাংলার বহু পুরনো সঙ্গীত শিল্পী রতন কাহারের গাওয়া “বড়লোকের বিটি লো” গানটিকে নকল করা নিয়ে বাদশাকে দুষেছেন অনেক শ্রোতা। নিন্দার ঝড় ওঠে ফেসবুক ও টুইটরে। অবশেষে ৩১ শে মার্চ ‘গেন্দাফুল’ ও রতন কাহারকে নিয়ে মুখ খুলতে বাধ্য হন তিনি।
বাদশার বক্তব্য, তিনি এই গানের স্রষ্টার নাম অনেক খোঁজার চেষ্টা করেছেন কিন্তু পান নি। পরে তিনি তাঁর নাম ও বর্তমানে যে এই শিল্পী চরম আর্থিক দুর্দশায় আছেন তা জানতে পারেন। তিনি এখন ওনাকে সম্মান ও সাহায্য করতে চান। তিনি আরও জানান লকডাউন না থাকলে তিনি শিল্পীর বাড়ি চলে যেতেন এতক্ষনে। রতন কাহারের অন্য গান নিয়ে আগামী দিনে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
এদিকে রতন কাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাদশা নামের কেউ এখনও তাঁর সঙ্গে দেখা বা ফোন কিছুই করেন নি।
প্রসঙ্গত উল্লেখ্য রতন কাহার এই জনপ্রিয় গানটি ১৯৭২ সালে আকাশবাণীতে রেকর্ড করেন এবং ১৯৭৬ সালে এই গান রেকর্ড করে বিপুল জনপ্রিয়তা পান সঙ্গিতশিল্পী স্বপ্না চক্রবর্তী।