সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি শনিবার ইস্কনের কলকাতা শাখার মাধ্যমে করোনাভাইরাস এবং লকডাউনের ফলে ক্ষতিগ্রস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এর আগে ইস্কন প্রতিদিন ১০,০০০ মানুষকে খাওয়াতো। সৌরভের সহায়তার ফলে সেই সংখ্যা ২০,০০০ হল।
ইস্কনের সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমন দাস বলেন,” ইসকন কলকাতা থেকে আমরা প্রতিদিন ১০,০০০ লোকের জন্য খাবার রান্না করছিলাম। আমাদের প্রিয় সৌরভ দা এগিয়ে এসে তাঁর সমস্ত সহযোগিতা এবং অনুদান দিয়েছেন, যা আমাদের প্রতিদিন ২০,০০০ লোককে সাহায্য করতে সক্ষম করে অর্থাৎ আমাদের ক্ষমতা দ্বিগুণ করে। করোনা-সংকট মানবতার আগে নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে। সঙ্কটের এই মুহুর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াইয়ে যারা তাদের প্রতিদিনের উপার্জন হারিয়েছেন তাঁদের পাশে থাকা খুব জরুরী। তাঁর অধিনায়কত্বে ইসকন কলকাতার সন্ন্যাসীরা দীর্ঘ এই টেস্ট ম্যাচটি খেলতে এবং একসাথে কলকাতায় অনেক পরিবারের ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে মনোবল বাড়াতে সাহায্য করবে। আমি দাদার অত্যন্ত অনুরাগী এবং ক্রিকেট মাঠে তার অনেক ইনিংস দেখেছি তবে প্রতিদিন ১০,০০০ লোককে খাওয়ানোর ইনিংসটি সবথেকে সেরা।”
সমস্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে এদিন সৌরভকেও দেখা যায় খাবার বিতরন করতে। ইস্কন গাঙ্গুলির প্রতি তার অগাধ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গাঙ্গুলি এর আগে রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠেও ২0,000 কিলোগ্রাম চাল দান করেছিলেন।