সংবাদ প্রতিদিন নিউজ ডেস্কঃ
-Advertisement-
মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং লকডাউন সুষ্ঠভাবে বজায় রাখতে এক অসামান্য উদ্যোগ নিল নদীয়ার করিমপুর থানা। থানার ওসি পার্থপ্রতিম রায়ের নেতৃত্বে সমস্ত পুলিশরা মিলে করিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় ছবি এঁকে লকডাউনের প্রয়োজনীয়তা ও করোনাভাইরাসের ভয়াবহতার কথা লিখে এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করে। তাঁদের এই উদ্যোগ অভাবনীয় এবং প্রশংসনীয়।