
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
পশ্চিমবঙ্গ জরুরী ত্রাণ তহবিলে এককালীন ২২ লক্ষ টাকা অনুদান দিলেন রানাঘাট কলেজ কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে নদীয়া জেলার রানাঘাট কলেজের অধ্যক্ষ ড. অরূপ মাইতি এবং পরিচালন সমিতির প্রেসিডেন্ট ড. জ্যোতিপ্রকাশ ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের নিজস্ব উন্নয়ন তহবিল থেকে ২০ লক্ষ এবং শিক্ষক, শিক্ষাকর্মী বন্ধু, অতিথি শিক্ষকরা এবং নৈমিত্তিক কর্মীদের পক্ষ থেকে ২ লক্ষ, সর্ব মোট ২২ লক্ষ টাকা পশ্চিমবঙ্গ জরুরী ত্রাণ তহবিলে অনুদান জমা করেন কলেজের অধ্যক্ষ। এই মহৎ উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই কলেজের ছাত্রছাত্রী ও সমগ্র নদীয়া জেলাবাসী স্বাগত জানিয়েছেন। আরও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এই সংকটময় অবস্থায় এগিয়ে আসুক এই আশা রাখি।