সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
এই মুহূর্তে সারা বিশ্বে সংবাদের শিরোনামে আছে করোনাভাইরাস। বাচ্চাদের নামকরণও এর ব্যতিক্রম হবে কেন!
রায়পুরের এক দম্পতি এই লকডাউনের মধ্যে জন্মানো তাঁদের যমজ সন্তানের নাম রাখলেন করোনা ও কোভিড। তাঁরা বলেন এই ভয়াবহ মহামারীকে এক ইতিবাচক রূপ দিতেই তাঁদের এই নামকরণ। ২৭ শে মার্চ রায়পুরের বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে এই দুই দেবদুতের জন্ম হয়। সুত্রের খবর শিশুদুটির মা প্রীতি ভার্মা সংবাদ মাধ্যমকে জানায় তাঁদের একটি যমজ কন্যা ও পুত্রসন্তান হয়েছে। তাঁর স্বামী বিনয় ভার্মা ২৬ শে মার্চ প্রায় মাঝরাতে তাঁর মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে আসে কারন লকডাউনের জেরে কোন যানবাহন পাওয়া যায়নি। পরেরদিন সকালে তিনি সন্তানদ্বয়ের জন্ম দেন। এই দিনটি তাঁদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।