সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
২১ শে মার্চ থেকে করোনার প্রকোপে এবং সরকারী আদেশে ধাপে ধাপে ট্রেন বন্ধ করেছিল রেল কর্তৃপক্ষ। প্রথমে বন্ধ করা হয় দুরপাল্লার ট্রেন ও প্যাসেঞ্জার ট্রেনগুলো। জনতা কার্ফুর দিন বিকেল ৪ টের পর থেকে বন্ধ করা হয় সমস্ত লোকাল ট্রেন। মালবাহী ট্রেনগুলি ছাড়া আর কোন ট্রেনই চলছিল না এতদিন।
এখনও অব্দি জানা তথ্যে ১৪ ই এপ্রিল রাত ১২ টার পর থেকে লকডাউন উঠে যাচ্ছে। তাই ১৫ ই এপ্রিল থেকে যাতে সমস্ত ট্রেন চালু করা যায় তার ব্যাবস্থা এখন থেকেই শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এই মর্মে গত সপ্তাহ থেকেই টিকিট বুক করা শুরু করেছে তাঁরা। ভারতে প্রতিদিন প্রায় ৩০ কোটি মানুষ রেলের যাত্রী হয়। যোগাযোগ ব্যবস্থার একটি মুল মাধ্যম হল রেল। তাই করোনার সংক্রমণের জেরে ট্রেন বন্ধ করা খুব জরুরী হয়ে পড়েছিল। তবে এখনও পর্যন্ত জানা যায় নি যে ট্রেন তার আগের সময়সুচী অনুযায়ী চলবে না নির্দিষ্ট কিছু ট্রেনই শুধু চলবে।