
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সমগ্র দেশবাসী আশার আলো জ্বালাল গতকাল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য। গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ছোট ভিডিও কনফারেন্সে দেশবাসীকে আবেদন করেছিলেন এই মারনব্যাধির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার, কাউকে ভেঙ্গে না পড়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার। সেই প্রচেষ্টাকে সফল করতেই তিনি রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো অন্ধকার করে দীপজ্যোতি জ্বালাতে বলেন। মানুষ যেন নিজেকে একা না ভাবে তাই আলোর রশ্মি জ্বালিয়ে একে অপরের পাশে থাকতে অনুরোধ করেন তিনি।
প্রধানমন্ত্রী নিজেই নিজের প্রদীপ জ্বালানোর ছবি পোস্ট করেন টুইটরে। সেখানে তিনি লিখেছেন,” শুভম করতি কল্যানম-আরগ্যম ধ্যান-সম্পদ/ শত্রূ-বুদ্ধি-বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে।” অর্থাৎ দীপের আলোয় অশুভের নাশ এবং সুস্বাস্থ্য সুদিনের কামনা।