
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
রবিবার রাজ্য শিক্ষা দপ্তর ঘোষণা করেছে সরকারী সাহায্যপ্রাপ্ত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভার্চুয়াল ক্লাস নেবে এবিপি আনন্দের মাধ্যমে। এর আগে ঠিক হয়েছিল ডিডি বাংলার মাধ্যমে ক্লাস নেওয়া হবে কিন্তু এবিপি আনন্দের সুদুরপ্রসারীতা ও বেশী দর্শকসংখ্যা বিচার করে এটিকেই বেছে নেওয়া হয়।
এই চ্যানেলে বিকেল ৩ টে থেকে ৮ টে এই একঘন্টাব্যাপী নির্ধারিত সময়ে ক্লাস নেওয়া হবে। চ্যানেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষাদপ্তর সুত্রে জানানো হয়। এই প্রোগ্রামটি জনস্বার্থে করা হয়েছে বলে চ্যানেলটি আমাদের থেকে কোনও চার্জ নেবে না,” এক কর্মকর্তা বলেন।