-Advertisement-

করোনা-আক্রান্ত শীর্ষে দিল্লী

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক :
গত রবিবার সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য দেখিয়ে দিল, করোনা আক্রান্ত শীর্ষে দিল্লির স্থান রয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫০৩! নিজামুদ্দিন দরগায় তহলিঘই – জমায়েতকে কেন্দ্র করে ভারতের মাথাব্যথা ক্রমে বেড়েই চলেছে। রবিবার বিকালে দিল্লী বিমানবন্দরে 8 জন মালয়েশীয়াকে আটকেছেন অভিবাসন আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিদের মালয়েশীয়া বিমান থেকে নামিয়ে নিয়ে আসেন। দিল্লীর পর মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৯০ জন তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন সারা ভারতে আক্রান্তের সংখ্যা ৪০৬৯ জন। সুস্থ ২৯১ মৃত ১০৯।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-