সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
কৃষ্টি-সংস্কৃতির পাশাপাশি পর্নোগ্রাফির দর্শকসংখ্যা হিসেবেও ভারতের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলা। লকডাউনের বাজারে বাঙ্গালী মজে পর্ণ ছবিতে। তাই রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে ইন্টারনেটের চাহিদা। অন্যান্য রাজ্যগুলিতে যেখানে ৫-৬% নেটের ব্যবহার বেড়েছে সেখানে পশ্চিমবঙ্গে বেড়েছে ১৫% এবং মোবাইল কোম্পানিগুলির দেওয়া তথ্য অনুসারে পর্ণ সাইটগুলির চাহিদা বাড়ায় এই বৃদ্ধি হয়েছে।
সাধারনত হাই টেক শহরগুলিতে ইন্টারনেটের ব্যবহার সবচেয়ে বেশী হয়, যেমন বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ ইত্যাদি। কোলকাতার জায়গা সেখানে অনেকটাই পিছিয়ে। কিন্তু লকডাউনের ফলে এখন সব সরকারি বেসরকারি কর্মীরা বাড়িতে থাকার দরুন একটা বড় সময় কেটে যায় মোবাইলের সাথে। এর সাথেই শুরু হয় পর্নোগ্রাফি দেখার ইচ্ছে। তুলনামুলকভাবে বাংলায় শিক্ষিতের হার বেশী বলে নেটের ব্যবহারও বেশী। এখন অনেক কর্মীই বাড়িতে বসে কাজ করে তাই বিভিন্ন সাইট ব্রাউজিং করার প্রবনতাও বেড়েছে এবং এর সাথেই বেড়েছে নীল ছবির নেশা। তাই আপাতত ঘরে থাকার মনোবেদনা কাটাতে নীলছবির আশ্রয়ে মজে গোটা বাংলা।