সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
গোটা দেশজুড়ে যেভাবে কোভিড-১৯ এ মৃত ও আক্রান্তের সংখ্যা সমানতালে বেড়ে চলেছে তা দেখে সূত্রের খবর অনুযায়ী লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, দেশে কোভিড -১৯ সংক্রমণের সংখ্যা ৪,২৮১ এ পৌঁছেছে, যা ২৪ ঘন্টার মধ্যে রেকর্ড। এর মধ্যে ৩১৮ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছে। গতকাল সন্ধ্যা ৬ টায় আপডেট হওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টা ২৮ জন মারা গেছে – মহারাষ্ট্র থেকে ২১ জন, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে দু’জন এবং পাঞ্জাব, গুজরাট এবং উত্তরপ্রদেশের একজন। কর্ণাটকে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অন্যদিকে পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশে প্রত্যেকে দুজনের প্রাণহানি রেকর্ড হয়েছে। জম্মু ও কাশ্মীর ও কেরল থেকে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তথ্য অনুযায়ী বিহার, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় প্রত্যেকটিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।
মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা এক সপ্তাহ আগে লকডাউনটি বাড়ানোর কোনও পরিকল্পনা রয়েছে বলে অস্বীকার করলেও বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রকে চিঠি দিয়ে বলেছে যে এই নিষেধাজ্ঞাগুলি অব্যাহত রাখতে বলেছে। সোমবার সন্ধ্যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লকডাউন বাড়াতে বলেন। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র সরকারের কাছ থেকেও একই আবেদন এসেছে।
সরকার যে আরেকটি প্রস্তাব বিবেচনা করছে তা হ’ল কেবল কোভিড -১৯ হটস্পটকে শনাক্ত করে সীল করে দেওয়া। স্বাস্থ্য মন্ত্রনালয় সারা দেশে কমপক্ষে ২০ টি ভাইরাস হটস্পট এবং আরও ২২ টি সম্ভাব্য হটস্পট শনাক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন,” এটি দীর্ঘ লড়াই হতে চলেছে। আমাদের ক্লান্তি বা পরাজিত বোধ করলে হবে না। এই দীর্ঘ লড়াইয়ে আমাদের জিততেই হবে। আজ দেশের লক্ষ্য, এবং সংকল্প এক এবং তা হল করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হওয়া।”