
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে বিভিন্ন সময় তিনি ক্ষোভ প্রকাশ করে এসেছেন। জন-ধন বিলি করা নিয়েও তার ব্যতিক্রম হল না। করোনা ত্রান বণ্টন নিয়ে একরাশ বিরক্তি উগরে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার একটি প্রেস মিটিং এ তিনি বলেন,” জনগনের অ্যাকাউন্টে টাকা দিয়ে কেন্দ্রীয় সরকার নিজেই লকডাউন না মানতে বাধ্য করছে। টাকা তুলতে মানুষ ভিড় করছে ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্ক আর পেট্রোলিয়াম মন্ত্রক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করবে বলে আর গ্যাস দেবে বলে গ্রামে গঞ্জে হাজার হাজার মানুষকে লাইন করে দাঁড় করিয়েছে। কেন্দ্রের ঘোষণা করা লকডাউন কেন্দ্র নিজেই ভাঙাচ্ছে। এটা আমরা ভালভাবে নিচ্ছি না। আমি মুখ্যসচিবকে এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলতে বলেছি।” এর আগে তিনি রেশন বণ্টন নিয়েই অসন্তোষ প্রকাশ করেছিলেন।
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রথম থেকেই একটি অভিনব পন্থা গ্রহন করেছেন অর্থ বন্টনে। মহিলা জন-ধন অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা ধরে ৫০০ টাকা করে জমা দিচ্ছে তারা। প্রতিদিন ২টি করে সংখ্যার অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। শুক্রবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। মঙ্গলবার ৫ ও ৬ দিয়ে যাদের অ্যাকাউন্ট নম্বর শেষ হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু বহু মানুষ এসব না বুঝে অযথা ব্যাঙ্কের সামনে ভিড় বাড়াচ্ছে। এদের সামলাতেই বেশী বেগ পেতে হচ্ছে আধিকারিকদের। তবে এসবকিছুর ঊর্ধে এই সংকটময় মুহূর্তে কিছু মানুষ যে আর্থিকভাবে উপকৃত হচ্ছে সেটাই আশার কথা।