
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী দল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সৈন্যদের উপর গ্রেনেড হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় একজন জওয়ান নিহত ও একজন আহত হন।
সন্ধ্যা ৫ঃ৫০ নাগাদ অনন্তনাগের বিজবিহারে সিআরপিএফের টহলদার দলের দিকে একজন জঙ্গি গ্রেনেড নিক্ষেপ করে, এরফলে হেড কনস্টেবল শিবলাল নীতম প্রাণ হারান। কর্মকর্তারা জানিয়েছেন যে তিনি স্প্লিন্টারে আঘাত পেয়েছিলেন এবং দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে জওয়ানকে মৃত ঘোষণা করা হয়। হামলার কয়েক ঘণ্টার মধ্যে এই দলটি আমাক সংবাদ সংস্থায় এই দায় স্বীকার করে বলে দাবি করেছে সংবাদ সংস্থা পিটিআই। আর্মি অফিসাররা আরও বলেন, প্রথমে গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি, এরপরেই জঙ্গিরা সিআরপিএফ দলকে লক্ষ্য করে গুলি চালায়, এতে হেড কনস্টেবল নিতম নিহত হন এবং আরও একজন সৈন্য আহত হন।
বিশ্বের এই মহামারীর সংকটকালে দেশের মধ্যে জঙ্গিহানার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক।