
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
১৯৭৫ সালের ১৫ অগস্ট নিজের বাসভবনেই সপরিবারে খুন হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বিদেশে থাকার দরুন বেঁচে যান মুজিব-কন্যা তথা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যা মামলায় আবদুল মাজেদ-সহ ১২ আসামিকে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সাজা প্রাপ্তদের মধ্যে ছিলেন আবদুল মাজেদ, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, এ এম রাশেদ চৌধুরী ও মোসলেম উদ্দিন। এরা প্রত্যেকেই বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল বলে মত গোয়েন্দাদের। আবদুলও বিভিন্ন সময়ে ভারতে লুকিয়ে ছিল বলে ধারণা গোয়েন্দাদের।
প্রসঙ্গত উল্লেখ্য সোমবার ঢাকার মীরপুর থেকে গ্রেফতার করা হয় মুজিবের অন্যতম হত্যাকারী আবদুল মাজেদকে। মঙ্গলবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সংবাদমাধ্যমকে আবদুলের গ্রেফতার হওয়ার খবর জানান। তিনি বলেন, “আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয় তো করোনার ভয়ে চলে এসেছে।” তবে এ বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সূত্রের খবর জেরায় মাজেদ জানিয়েছে প্রায় ২২/২৩ বছর সে কোলকাতাতেই লুকিয়ে ছিল।
এই বছরই পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। তাই এই বছরেই তাঁর হত্যাকারী ধরা পড়ায় অত্যন্ত খুশী বাংলাদেশের মানুষ।