
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
কোলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গতকাল কিছুক্ষণের জন্য হলেও করোনার সংক্রমন ও লকডাউনের মেয়াদবৃদ্ধির থেকেও এগিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিতে মদের হোম ডেলিভারি করার খবরটি।
মদ্যপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ এবং সরকারের আশ্চর্যজনকভাবে চুপ থাকা বিষয়টির সত্যতা প্রায় নিশ্চিত করছিল কারন আগুন ছাড়া ধোঁয়ার হদিস কি করে মেলে!
ঘটনার সুত্রপাত হল সন্ধ্যে ৫ টায় স্থানীয় সংবাদমাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়, সরকার মদ বাড়িতে পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছে। মদের দোকানগুলি সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফোনে অর্ডার গ্রহণ করবে এবং দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বাড়িতে পৌঁছে দেবে। সরাসরি দোকান থেকে মদ পাওয়া যাবে না। একটি বিজ্ঞপ্তিও এই মর্মে দেখানো হয় যেখানে সংশ্লিষ্ট অফিসারের সাক্ষরও ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয় থানার ভারপ্রাপ্ত অফিসার ৪ ঠা এপ্রিল থেকে বাড়িতে মদ পাঠানোর ব্যাপারটি সম্মন্ধে যেন ওয়াকিবহাল থাকে। পরিকল্পনাটি ছিল ৫ কিমির মধ্যে ৩ টি মদের দোকান থেকে মদ পৌঁছে দেওয়া হবে এবং তাদের স্থানীয় থানাকে জানিয়ে রাখতে হবে এই ব্যাপারে।
তবে পুলিশ ও আমলাদের উচ্চপদস্থ কর্মকর্তারা এই পদক্ষেপকে অস্বীকার করেন এবং এ জাতীয় কোনও আদেশ পাস করা হয়নি বলে শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশের তরফ থেকে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে জানানো হয় খবরটি ভুয়ো। তবে এর বিরুদ্ধে তদন্ত করা হবে কিনা তা জানানো হয় নি। শেষপর্যন্ত ওই সংবাদমাধ্যমেও জানিয়ে দেওয়া হয় যে এই খবরটির কোন সত্যতা নেই।
পশ্চিমবঙ্গে মদ নিষিদ্ধ না কেবল লকডাউনের জন্য সরবরাহ বন্ধ রয়েছে। তবু এই খবরটি ঘিরে যথেষ্ট উন্মাদনা চোখে পড়ে।