সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
লকডাউনের মধ্যেই বাড়ছে গার্হস্থ্য হিংসার ঘটনা। গত ২৪ শে মার্চ থেকে ১ লা এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে আড়াইশোরও বেশী অভিযোগ জমা পড়েছে জাতীয় মহিলা কমিশনের কাছে। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, নির্যাতিত মহিলারা লকডাউনের মধ্যে বাড়িতে সবাই থাকার দরুন পুলিশের কাছেও অভিযোগ জমা করতে পারছেন না। তারা আশঙ্কা করছেন যে একবার তাদের স্বামী বা শ্বশুরবাড়ির লোক যদি থানা থেকে বেরিয়ে আসেন, তিনি আবার তাকে নির্যাতন করবেন এবং তিনি বাইরে বেরোতেও পারবেন না। আগে মহিলারা তাদের পিতামাতার জায়গায় যেতে পারতেন তবে এখন সেখানেও তারা পৌঁছাতে পারছেন না। অল ইন্ডিয়া প্রগ্রেসিভ উইমেনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কবিতা কৃষ্ণান বলেন, ” আমার সাথে যোগাযোগ করা সমস্ত মহিলা (ঘরোয়া হিংসার শিকার) তারা বলেছিলেন যে তারা যদি (লকডাউন সম্পর্কে) জানত তবে তারা আগে বেরিয়ে এসে অন্য কোথাও নিরাপদ থাকার চেষ্টা করত। এটি মহিলাদের পক্ষে ভাল পরিস্থিতি নয়।”
এই অবস্থায় পুলিশ ও প্রশাসনের উচিত এইসব অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের সুরক্ষার যথাযথ ব্যবস্থা করা।