-Advertisement-

বেহালায় একহাজার মানুষকে ত্রান বিতরণ সমাজসেবীর

কলকাতা
ত্রান সামগ্রী
ত্রান সামগ্রী

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

লকডাউনের জেরে যখন বিপন্ন সাধারন মানুষ তখন তাঁদের পাশে দাঁড়ালো বেহালার বুড়োশিবতলা জনকল্যান সংঘ এবং এর অগ্রনী ভুমিকায় বিশিষ্ট সমাজসেবী রবিন মন্ডল।

সুত্রের খবর, গত ৬ ই মার্চ বেহালার ১১৭ অ ১১৮ নং ওয়ার্ডের অন্তর্গত মনমোহন ব্যানার্জী রোড, বুড়োশিবতলা মেইন রোড, কবিগুরু সরনী, চামড়া পট্টি, রামবাবুর মাঠ, জে কে পাল রোড, ধাঙ্গর পাড়া এবং আরও আশেপাশের অঞ্চলের মানুষের মধ্যে চাল, ডাল, আলু বিতরণ করা হয়। এমনকি ১০০ দিনের শ্রমিকরাও এর থেকে বঞ্চিত হয়নি।

-Advertisement-

রবিনবাবু জানান, ত্রানের নিরিখে কোন নিম্নবিত্ত মধ্যবিত্ত বাছবিচার করা হয়নি। কারন সমস্ত মানুষই এখন ঘরবন্দী। কাজকর্ম না থাকার জন্য অনেক বাড়ীতেই খাবার বাড়ন্ত। তাই এই প্রয়াস। তিনি আরও জানান আগামী রবিবার ৭০০ জন্য শিশু ও কিশোরকে খাদ্য পরিবেশন করা হবে। মানুষের পাশে তাঁদের সেবায় কাজ চালিয়ে যাওয়াই মুল লক্ষ্য তাঁর।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-