সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
লকডাউনে ভিনরাজ্যে কর্মরত আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে তিনি আটকে পড়া শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন। তাঁর তথ্যসমৃদ্ধ চিঠিতে কোন রাজ্যে কতজন শ্রমিক আটকে আছে এবং তাঁদের ফোন নম্বরসহ বিস্তারিত বিবরন থাকায় সংশ্লিষ্ট রাজ্যের আধিকারিকদের সুবিধা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায়।
তাঁর এই উদ্যোগে যথেষ্ট সাড়া মিলেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ও বিরোধীদলগুলি এই নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি।
Exilent ….stap….ok …thanks….to ..all