সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ
এখনও অব্দি পাওয়া খবরে আমেরিকায় করোনা ভাইরাসে মৃত ভারতীয়ের সংখ্যা কমপক্ষে ১১ জন। আরও প্রায় ১৬ জনের শরীরে করোনা পজিটিভের প্রমান মিলেছে। করোনা আক্রান্ত ভারতীয়দের সবাই পুরুষ এবং এদের মধ্যে ৪ জন নিউ ইয়র্ক শহরে ট্যাক্সি চালাত।
নিউ ইয়র্ক শহরে এখনও অব্দি মৃত ৬,০০০ এবং ১,৩৮,০০০ জন আক্রান্ত। অন্যদিকে নিউ জার্সি শহরে মৃত ১,৫০০ ও আক্রান্ত এখনও পর্যন্ত প্রায় ৪৮,০০০। করোনা আক্রান্ত ভারতীয়রা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকের বাসিন্দা। ভারতীয় দূতাবাস ও আমেরিকান সরকার সবরকমভাবে সাহায্য করছে আক্রান্তদের।
লকডাউনের ফলে মৃতের পরিজনরা অন্ত্যস্টিক্রিয়ায় অংশগ্রহন করতে পারে নি। স্বাস্থ্যবিভাগ ও প্রশাসনের সহযোগিতায় এই কাজ সম্পন্ন করা হয়।