-Advertisement-

আমেরিকায় ১১ জন ভারতীয় করোনায় মৃত

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ

-Advertisement-

এখনও অব্দি পাওয়া খবরে আমেরিকায় করোনা ভাইরাসে মৃত ভারতীয়ের সংখ্যা কমপক্ষে ১১ জন। আরও প্রায় ১৬ জনের শরীরে করোনা পজিটিভের প্রমান মিলেছে। করোনা আক্রান্ত ভারতীয়দের সবাই পুরুষ এবং এদের মধ্যে ৪ জন নিউ ইয়র্ক শহরে ট্যাক্সি চালাত।

নিউ ইয়র্ক শহরে এখনও অব্দি মৃত ৬,০০০ এবং ১,৩৮,০০০ জন আক্রান্ত। অন্যদিকে নিউ জার্সি শহরে মৃত ১,৫০০ ও আক্রান্ত এখনও পর্যন্ত প্রায় ৪৮,০০০। করোনা আক্রান্ত ভারতীয়রা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকের বাসিন্দা। ভারতীয় দূতাবাস ও আমেরিকান সরকার সবরকমভাবে সাহায্য করছে আক্রান্তদের।

-Advertisement-

লকডাউনের ফলে মৃতের পরিজনরা অন্ত্যস্টিক্রিয়ায় অংশগ্রহন করতে পারে নি। স্বাস্থ্যবিভাগ ও প্রশাসনের সহযোগিতায় এই কাজ সম্পন্ন করা হয়।

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-