-Advertisement-

করোনার মুকাবিলায় বেশ কিছু নিয়ম মেনে, রেলের পরিবর্তন আনতে চলেছে –

দেশের খবর

সংবাদ ভাস্কর  নিউজ ডেস্ক: সম্প্রতী 15 এপ্রিল থেকে স্বাভাবিক হবে দেশজুড়ে ট্রেন চলাচল এমনটাই ভাবছে রেলমন্ত্রক | রেল সূত্রে খবর যাত্রীদের মাক্স ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্ট।ন্সিং বজায় রাখা ওই সব ব্যাপার নিয়ে রেল মন্ত্রকের চিন্তাভাবনা । খবর সূত্রে জানা গিয়েছে  15 এপ্রিল থেকে চলাচল করা সমস্ত ট্রেনের বার্থ আপাতত বাদ দেয়া চিন্তাভাবনা নিয়েছেন রেল | ‘দূরপাল্লার সব ট্রেনের এসি থ্রি টায়ার ও সেকেন্ড স্লিপার তুলে দেয়ার পরিকল্পনা করছেন রেল’ | 72 টি আসনের ক্ষেত্রে যাত্রীরা পাবে 18টি স্লিপারের আসন | এরপরে যাত্রীদের সোশ্যাল ডিস্ট।ন্সিং মেনে চলা খুব কঠিন হবে বলে মনে করছেন |   

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-